|
দুর্নীতি বিরোধী চেতনা গঠনে উদ্দীপ্ত করতে হবেকলারোয়ায়..........ড. মো. আবুল হাছান
আজকের কলারোয়া -
29/03/2018
খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. মো. আবুল হাছান বলেছেন- ‘নতুন প্রজন্মকে দুর্নীতি বিরোধী চেতনা গঠনে উদ্দীপ্ত করতে হবে। সমাজের সকল স্তরে দুর্নীতিকে না বলার অনুশীলন করতে হবে। দুর্নীতি বন্ধ করা না গেলে উন্নয়নের চলমান চাকা থেমে যাবে। জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো।’
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ (২৬ মার্চ-১ এপ্রিল) উদযাপনের তৃতীয় দিন বুধবার বেলা ১১ টায় কলারোয়া উপজেলার ছলিমপুর হাজী নাছির উদ্দিন কলেজ মিলানায়তনে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
কলারোয়া উপজেলা ও ১১নং দেয়াড়া ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও খুলনা বিভাগীয় দুদকের সহকারী উপ-পরিচালক ফয়সাল কাদের।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, খোরদো পলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাস্টার ইবাদুল হক, হাজী নাছির উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।
|