Home
 
কলারোয়ার ‘হাতে খড়ি’
ক্ষুদে শিশু শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা

শিক্ষা - 14/04/2018
বাংলা নববর্ষের পহেলা বৈশাখ ঘিরে ক্ষুদে শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করলো কলারোয়ার ‘হাতে খড়ি’ প্রতিষ্ঠানটি। ১৪ এপ্রিল শনিবার সকালে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের হলরুমে ওই প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শিশু শিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নিয়ে রং-তুলির ছোয়া আর কাগজ-পেন্সিলের সন্নিবেশে তাদের প্রতিভা বিকশিত করার চেষ্টা করে। প্রতিযোগিতার শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে ‘হাতে খড়ি’র প্রধান কাজী শাহীনের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের শিক্ষক প্রভাষক সুনিল কুমার, আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, শিক্ষক রাশেদুল হাসান কামরুল, শিশু ল্যাবরেটরি নিন্ম মাধ্যমিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু প্রমুখ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com