|
কলারোয়ায় এলজিইডির রাস্তানিন্মমানের ইট দিয়ে কাজ করার অভিযোগ
আইন ও আদালত -
23/04/2018
কলারোয়ার কাজীরহাট থেকে কেরালকাতা অভিমুখে এলজিইডির রাস্তায় নিন্মমানের ইট দিয়ে কাজ করার অভিযোগ করেছেন এলাকাবাসীর।
সোমবারে গ্রামবাসীসহ রঘুনাথপুর ও ধানঘরার মেম্বার মোখলেছুর রহমান ও হাফিজুর রহমান রাস্তায় নিন্ম মানের ইট ব্যবহার না করার জন্য বলায় ঠিকাদার গ্রামবাসীদের সাথে খারাপ ব্যবহার করেন বলে জানান রঘুনাথপুর গ্রামের আরশাদ আলী ভুট্ট। গ্রামবাসীর দাবি ১নং ইট দিয়ে রাস্তা তৈরি করার।
নিন্মমানের ইট দিয়ে রাস্তা তৈরির বিষয়ে ঠিকাদার হেলাল উদ্দীন জানান- ইটের দাম বৃদ্ধি পাওয়ায় নিন্মমানের ইট ব্যবহার করার অনুমতি পেয়েছেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনকে জানানো হলে তিনি ইঞ্জিনিয়ার পাঠিয়ে খোজ নিবেন বলে জানান।
কিন্তু সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রশাসনের কেউ রাস্তা দেখতে না আসায় ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী।
|