|
বাংলা বর্ষবরণ ১৪২৫ কলারোয়ার কেরালকাতায় সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান
বিনোদন -
23/04/2018
কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের কোটায় বাংলা বর্ষবরণ ১৪২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৩ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় আ.লীগ ওই অনুষ্ঠানের আয়োজন করে।
কে.কে.ই.পি হাইস্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না ও কেন্দ্রীয় আ.লীগের উপ-কমিটির সহ.সম্পাদক সরদার আমজাদ হোসেন।
কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি নেতা অধ্যাপক ময়নুল হাসান, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আ.লীগ নেতা ফারুেক হোসেন অভি, ফারুক হোসেন মন্টু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান।
আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হয় উপস্থিত দর্শক।
|