|
কলারোয়ার গয়ড়া বাজারে কাস্টমসের অভিযাননার্গিস ইটভাটা সিলগালা
আইন ও আদালত -
26/04/2018
কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে আয়কর আদায়ে অভিযান পরিচালনা করলো সাতক্ষীরা কাস্টমস্ এন্ড ভ্যাটের কর্মকর্তারা।
বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে অভিযান পরিচলিত হয়।
বাজারের জামান মুদি ও আলিম মুদি স্টোরকে ৭ হাজার টাকা সোনালী ব্যাংকে পরিশোধ করার জন্য নোটিস ধরিয়ে দেন।
ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান- ‘সাতক্ষীরা কাস্টমস্ হতে ইনকাম ট্যাক্স অফিসাররা এসেছিলেন বাজারের বড় বড় ব্যবসায়ীরা কারা ইনকাম ট্যাক্স দিচ্ছে বা দিচ্ছে না কিংবা কারোর বকেয়া আছে কিনা সেটা যাচাই-বাছাই ও সতর্ক করার জন্য।’ তিনি আরো জানান- ‘কাস্টমস্ অফিসাররা ইউনিয়নের ৩টি ইট ভাটায়ও অভিযান পরিচালনা করেন। সেখানে আনসারী ব্রিকসের কর পরিশোধ আছে, রাজু আনছারী তার ভাটার কর পরিশোধ করার অঙ্গিকার করেন এবং ফজলু মেম্বরের নার্গিস ভাটার কর বকেয়া থাকায় কর্তৃপক্ষ সীলগালা করে দেন।’
|