Home
 
জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান জামিনে মুক্ত
কলারোয়ায় যুবলীগের আনন্দ মিছিল-সমাবেশ

আজকের কলারোয়া - 26/04/2018
সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান জামিনে মুক্তি পাওয়ায় কলারোয়া আনন্দ মিছিল-সমাবেশ করেছে যুবলীগ। ২৬ এপ্রিল বৃহষ্পতিবার বিকেলে মিছিলটি কলারোয়া পৌরসদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রুপালী ব্যাংকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা বলেন- ‘২৬ মার্চ সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মান্নান ভাইয়ের নামে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেই খ্যান্ত হননি, মান্নান ভাই যাতে দ্রুত কারাগার থেকে জামিনে মুক্তি না পান সেজন্য জোর চেষ্টা চালিয়ে গিয়েছেন। তবে সত্যের জয় অবশ্যই আছে।’ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com