Home
 
মাঠে ধান কাটার বিরোধকে কেন্দ্র করে
কলারোয়ায় এক শ্রমিককে পিটিয়ে হত্যা

আজকের কলারোয়া - 26/04/2018
কলারোয়ায় মাঠে ধান কাটার বিরোধকে কেন্দ্র করে মেহেদি হাসান গাজী (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অব¯'ায় আহত মেহেদি হাসানের মৃত্যু হয়। সে একই গ্রামের কেরামত আলী গাজীর ছেলে। নিহতের পিতা কেরামত আলী গাজী ও ¯'ানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মেহেদি হাসানসহ ৭/৮ জন শ্রমিক ধান কাটার জন্য খোরদো-বাটরা নদীর চর এলাকায় মুজুরী হিসেবে ধান কাটতে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে ধান কম-বেশী কাটা নিয়ে অন্য শ্রমিক একই এলাকার গফ্ফার গাজীর ছেলে জাহিদ গাজী (২৩) এর সাথে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় মাঠে কর্মরত শ্রমিকরা বিষয়টি মিমাংশা করে দেয়। নিহতের পিতা আরো জানান, বেলা একটার দিকে মেহেদিসহ সকল শ্রমিক বাড়ীতে চলে আসে। পরে সন্ধ্যা ৬টার দিকে বাজারে যাওয়ার সময় প্রতিমধ্যে রাস্তায় আগে থেকে ওৎপেতে থাকা জাহিদ গাজী আকস্কিক বাশের লাঠি দিয়ে তার উপর হামলা চালায় এবং বেধড়ক মারপিট করতে থাকে একপর্যায়ে লাঠিদিয়ে তার মাথায় সাজোরে আঘাত করলে মেহেদি মাটিতে লুটিয়ে পড়ে। এসময় ¯'ানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সরসকাটি বাজারে এক গ্রাম্য ডাক্তারের নিকট নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন ছিলো পরে রাত ৮ টার দিকে তার অব¯'ার অবনতি হলে কলারোয়া হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার প্রতিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানান।এ ঘটনায় নিহতের চাচা মাস্টার হাবিবুল ইসলাম বাদি হয়ে জাহিদ হাসান (২৫)কে আসামি করে কলারোয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com