Home
 
বাড়ি ফেরার পথে লাশ হলেন ঢাকা কলেজ ছাত্র সৈকত
আজকের কলারোয়া - 30/06/2019
ঈদের দিন সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ঢাকা কলেজের ছাত্র সাতক্ষীরার শাহারিয়া আসাদ সৈকতের। ঈদের খুশী ভাগ করতে বাড়িতে মায়ের কাছে ফিরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মায়ের কোলে। সৈকত(২০) কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের আজিজুল হকের পুত্র। তিনি ঢাকা কলেজের দর্শন বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের ছাত্র। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে আসার পথে একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ফরিদপুর শহরতলীর ধুলদী রেলগেট এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন বাসযাত্রী নিহত হয় এবং হাসপাতালে ২ জনের মৃত্যু ঘটে। বাকি ৩৪ জন আহত ব্যক্তিকে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com