|
কলারোয়া হাসপাতাল থেকে ১২শ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক-২
আজকের কলারোয়া -
30/06/2019
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের বাসভবনের সামনে থেকে ১২শ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ এর একটি টিম অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিলগুলো জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক দুই মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের তৈয়েবুর রহমানের ছেলে মামুন ইসলাম (১৮) ও একই জেলার বেনাপোল থানার কভারবেড় গ্রামের মো. আব্দুল্লাহ’র ছেলে তৌহিদুল ইসলাম (২৩)।
র্যাব-৬ খুলনার আওতাধীন সাতক্ষীরার ক্যাম্পের এএসপি বজলুর রশীদ জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে কলারোয়া হাসপাতালের মধ্যে সরকারি কোয়ার্টারের সামনে থেকে এক্স করোলা পাজোরো গাড়ি থেকে প্রাস্টিকের ব্যাগ ভর্তি ১২শ বোতল ফেন্সিডিল উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফেন্সিডিলগুলো তারা ফরিদপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো।
|