|
কলারোয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
আজকের কলারোয়া -
30/06/2019
কলারোয়ায় ৩ বছর বয়সী এক শিশুর পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে,উপজেলার বাকসা গ্রামের ইউনুস আলীর শিশুপুত্র আবু সালাম (৩) দুপুরের দিকে বাড়ি সংলগ্ন পুকুর পড়ে খেলা করছিলো। কিছুক্ষণের মধ্যে শিশুকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে বেলা ৩টার দিকে পুকুরের পানিতে ভেসে ওঠে শিশুটির নিথর দেহ। একমাত্র ছেলে শিশুটির করুণ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
|