Home
 
গ্রাহকদের অভিযোগের পর
কলারোয়ায় মিটার রিডিং-এ পল্লী বিদ্যুৎ সমিতি

আজকের কলারোয়া - 30/06/2019
কলারোয়ায় সরজমিনে মিটার রিডিং না করে অফিসে বসে বিল তৈরি করার ঘটনায় গ্রাহকদের অভিযোগের পর সরেজমিনে এসে মিটার রিডিং করে ইউনিট লিখে নিয়েছে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির কর্মীরা। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে কলারোয়া উপজেলা পিডিবি সাব-জোনাল অফিসের তদন্তকারী টিমের নেতৃত্বে উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি এরিয়া কোড নং ৮৯৫-এ পুনরায় মিটার রিডিং কার্যক্রম শুরু করে। স্থানীয় পিডিবির উপজেলা সহকারী জেনারেল ম্যানেজার আবু বকর বলেন, গ্রাহকের অভিযোগে তদন্ত কমিটি গঠন করে সরজমিনে গিয়ে পুনরায় মিটার রিডিং নিয়ে বিল প্রস্তুত করা হবে। আশা করি পরবর্তিতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না। উল্লেখ্য, গত ২৫ জুন মঙ্গলবার মে মাসের বিদ্যুৎ বিল দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। সে বিল দেখে রিতিমতো ঘাবড়ে যায় গ্রাহকরা কারণ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কেউ মিটার রিডিং না করেই তৈরি করে সে বিল। এবং প্রতিটি বিলেই মিটারে চলমান ইউনিট ছাড়া অন্তত ৩০ ইউনিট বেশি লেখা হয়েছে। এ ঘটনায় গত ২৬ জুন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ করে ভুক্তভোগীরা। তার প্রেক্ষিতে আজ সরেজমিনে মিটার রিডিং করে সঠিক ইউনিট পরিমাণ লিখে নিয়েছে কর্তৃপক্ষ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com