|
সাকিব নয়, বিশ্বকাপ সেরা উইলিয়ামসন
খেলাধুলা -
15/07/2019
অনেক আশা নিয়ে ষোলো কোটি বাঙালি তাকিয়ে ছিলেন বিশ্বকাপ ফাইনালের শেষ আনুষ্ঠানিকতার দিকে। সবাই চেয়েছিলেন সাকিবই যেনো হন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। কিন্তু না, ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে কিউই অধিনায়ক কেন উলিয়ামসনের হাতে।
কেন উলিয়ামসন ৫৭৮ রান করে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। প্রায় ম্যাচেই তিনি দলের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন ব্যাট হাতে। ভাগ্যের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে না পারলেও ব্যাট হাতে নিউজিল্যান্ডের নায়ক কিন্তু ক্যাপ্টেন কেনই।
উইলিয়ামসন এই বিশ্বকাপে দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি করেছেন। দুটি ম্যাচে ছিলেন অপরাজিত। তার সর্বনিম্ন রান ছিল ২৭।
এ দিকে সাকিব ব্যাট ও বল উভয় বিভাগেই ছিলেন সমান পারদর্শী। ব্যাট হাতে সাকিব চলতি বিশ্বকাপে সাকিব ৬০৬ রান করেন। বাঁহাতি এই বিশ্বসেরা অলরাউন্ডার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এ ছাড়া বল হাতে নিয়েছেন ১১ উইকেট।
সূত্র -দৈনিক আমাদের সময়
|