|
মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কলারোয়ায় র্যালি ও আলোচনা সভা
আজকের কলারোয়া -
19/07/2019
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উৎযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে কলারোয়া মৎস অফিস। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’; ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ প্রতিপাদ্যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মহাসীন আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিন্দ্রনাথ মন্ডল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হারুনর রশীদ কলারোয়া প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সদস্য সরদার জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম।
|