|
কলারোয়া হোমিওপ্যাথিক কলেজেরবিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম
আজকের কলারোয়া -
19/05/2020
কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে লক্ষণ ভিত্তিক রোগীদের চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম শুরু করেছে।
১৯ মে (মঙ্গলবার) উপজেলার বয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কার্যক্রম ক্যাম্পের উদ্বোধন করা হয়।
অধ্যক্ষ ডাক্তার এম.এ বারিকের সভাপতিত্বে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর প্রফেসর আবু নসর, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. ইউনুস আলী, চন্দনপুর কলেজের সাবেক অধ্যক্ষ রবিউল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ইমাম হোসেন, প্যানেল চেয়ারম্যান ওলিউর রহমান, বয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কওকত আলী, প্রভাষক হাবিবুর রহমান, মাওঃ জিয়াউল ইসলাম যুক্তিবাদী প্রমূখ।
কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার এম.এ বারিক বলেন, আজ (১৯ মে) বয়ারডাঙ্গা ও দাড়কিতে আমাদের দুটি ক্যাম্প পরিচালিত হয়েছে। দাড়কি ক্যাম্প থেকে ২৮০ এবং বয়ারডাঙ্গা ক্যাম্প থেকে ৬৮৭ মোট ৯৬৭টি পরিবারকে আজ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যের এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হবে বলেও জানান তিনি।
|