|
আম্পান তান্ডবের ৮দিনকলারোয়ার বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আজকের কলারোয়া -
28/05/2020
কলারোয়ায় সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকায় ৮দিনেও বিদ্যুৎতের দেখা মেলেনি।
বৃহস্পতিবার (২৮ মে) উপজেলার ১২টি ইউনিয়নের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি।
গত ২০ মে আম্পানের তান্ডবে গাছ ও ডাল ভেঙে ক্ষয়ক্ষতির কবলে পড়ে বিদ্যুতের খুঁটি ও তার।
এদিকে, ৮দিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। প্রচন্ড গরমে এলাকার মানুষ দিশেহারা। রাত হলেই মাঠে ঘাটে বসে থাকতে দেখা গেছে অনেককে। ফ্রিজে রাখা খাদ্য সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।
অন্যদিকে, মোবাইলে চার্য নাই। মোবাইলের নেটওয়ার্ক না থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
এলাকাবাসী ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়ার দাবি জানিয়েছেন।
এদিকে কলারোয়া পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসে যোগাযোগ করা হলে তারা জানান, ঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যুতের খুটি ও তার সংযোগের জন্য দ্রুত কাজ করা হচ্ছে। অতিদ্রুত উপজেলাব্যাপী বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলেও তারা জানান।
|