Home
 
শার্শা উপজেলায় গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে
উপ-পরিচালক রফিকুল হাসান

আইন ও আদালত - 15/05/2024
উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনার জন্য গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার নির্দেশ দিলেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) রফিকুল হাসান। বুধবার (১৫ মে) সকালে যশোর শার্শা উপজেলার বাহাদুরপুর ও বাগআচড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, গ্রাম আদালত সরকারের আইনি আদালত। গ্রাম আদালতে এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ করতে হবে এবং আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা করে উক্ত মামলা নিষ্পত্তি করার জন্য ইউপি চেয়ারম্যান নির্দেশ দেন। একইসাথে স্থানীয়ভাবে ছোটোখাটো বিরোধ নিষ্পত্তি করতে নিয়মিত গ্রাম আদালত পরিচালনার জন্য বলেন। এছাড়া মামলার নথি সংরক্ষণ ও সকল রেজিস্টার আপডেট করার জন্য ইউপি সচিবদের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি, গ্রাম আদালতের কার্যক্রম, মামলার নথি ও রেজিস্টার দেখে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের দুই ইউনিয়ন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মো: মফিজুর রহমান, ইউপি সচিব এস এম মুক্তার হোসেন, বাগআচাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল খালেক, সচিব মো: মিলন হোসেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের শার্শা উপজেলা সমন্বয়কারী মনিরুল ইসলামসহ দুই ইউনিয়নের সদস্যবৃন্দ। প্রসংগত; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ এর সহায়তায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com