Home
 
কলারোয়ায় জেএসসি-জেডিসি’তে বৃত্তি ৯৪
শিক্ষার্থী বৃত্তি লাভ

শিক্ষা - 14/04/2018
সদ্য প্রকাশিত ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার বৃত্তির ফলাফলে কলারোয়া উপজেলার বিভিন্ন হাইস্কুল ও মাদরাসা থেকে ৯৪জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এরমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২৫ শিক্ষার্থী আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৬৯ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেএসসিতে উপজেলার বিভিন্ন হাইস্কুল থেকে ১৮জন ট্যালেন্টপুলে আর সাধারণ গ্রেডে ৪৯জন বৃত্তি পেয়েছে। আর জেডিসিতে বিভিন্ন মাদরাসা থেকে ৭জন ট্যালেন্টপুলে আর ২০জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। জেএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকায় হাইস্কুল থেকে উপজেলার শীর্ষে রয়েছে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল। ওই প্রতিষ্ঠান থেকে ১০জন ট্যালেন্টপুলে ও ১৩জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। জেডিসিতে মাদরাসা থেকে ২জন করে ট্যালেন্টপুলে ও ২জন করে শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলার শীর্ষে রয়েছে যৌথভাবে কাকডাঙ্গা, বুঝতলা ও সিংহলাল মাদরাসা।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com