Home
 
যমুনা টেলিভিশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিনোদন - 05/04/2018
ভালোবাসার চার বছর পার করলো যমুনা টেলিভিশন। পা রাখলো পাঁচ বছরে। যে কোন ঘটনার নিরপেক্ষ ও নির্ভুল তথ্য দর্শকের কাছে পৌঁছে দেয়ার স্বপ্ন সামনে রেখে, চার বছর আগে ২০১৪ সালের ৫ এপ্রিল যাত্রা শুারু করে জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশন। ‘সামনে থাকে ও সামনে রাখে’ এই শ্লোগানের সার্থকতা নিয়েই এগিয়ে চলছে সবার প্রিয় চ্যানেলটি। দেশ-বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে জনগণের কাছে পৌঁছে দেবার অঙ্গীকার যমুনার। চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে বৃহস্পতিবার ৫ এপ্রিল সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে কেক কাটা হয়। যমুনা টিভির স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজীবের সঞ্চালানায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যমুনা টিভি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যমুনা টিভির সংশ্লিষ্ঠ সকলকে শুভেচ্ছা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি আব্দুল ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ স¤াদক, আমাদের সময়ের নিজ¯ প্রতিনিধি মো¯াফিজুর রহমান উজ্জল, সাবেক সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-সহকারি পরিচালক আনিছুজ্জামান আনিছ, মানবকন্ঠের জেলা প্রতিনিধি অসীম বরণ চক্রবর্তী, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, খোলা কাগজের জেলা প্রতিনিধি ইব্রাহীম খলিল, আমার একুশের জেলা প্রতিনিধি আব্দুল আলিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজি আক্তার হোসেন, সেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা সিদ্দিকা মুনমুন, ক্রিড়া প্রশিক্ষক আকবার হোসেন, বন্ধু চুলার পরিচালক মোস্তাক আহমেদ সিদ্দিকী ও বে-সরকারি উন্নয়ন সংস্থা বারসিকের জেলা কর্মকর্তা মমো, সুপ্রভাত সাতক্ষীরার নাহিদ সরদার, বাহালুল, নুরুল, জগন্নাথ সরকার, আব্দুল কাদের, ফাহাদ হোসেন প্রমুখ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com