Home
 
কলারোয়া সীমান্তে ২০ লাখ টাকার
শাড়ি ও থ্রিপিচ উদ্ধার করেছে বিজিবি

আজকের কলারোয়া - 24/08/2015
কলারোয়া সীমান্তে চোরাচালানীদের তাড়া করে ২০ লাখ টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি ও থ্রিপিচ উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার হুমায়ুন কবীর জানান, রোববার রাত ৮ টার দিকে হাবিলদার আব্দুল খালেকের নেতৃত্বে সীমান্তবর্তী কাকডাঙ্গা মাঠের মধ্যে টহলকালে একদল চোরাচালানীদের তাড়া করে ভারতীয় উন্নত মানের শাড়ি ও থ্রিপিচ উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ২০ লক্ষ টাকা।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com