Home
 
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত
আজকের কলারোয়া - 24/08/2015
কলারোয়ায় ৭ বছর বয়সের সুমাইয়া খাতুন শিমু নামের এক স্কুল ছাত্রী সড়ক দূর্ঘটনায় মারা গেছে। নিহত শিমু কলারোয়ার গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ও সাতক্ষীরা সদর থানার ওয়ারিয়া গ্রামের কাঠমিস্ত্রি সাইফুল ইসলামের মেয়ে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে কলারোয়া উপজেলার পৌর সদরের যশোর-সাতক্ষীরা মহাসড়কে গোপিনাথপুর মোড়ে। নিহত শিমুর পিতা সাইফুল ইসলাম জানান, রোববার দুপুর একটার দিকে বাড়ির পাশে ওই স্কুল থেকে বাড়ি এসে স্কুলের পোশাক খুলে বই রেখে রাস্তা পার হয়ে দোকানে যাচ্ছিল। এমন সময় কলারোয়া দিক থেকে আসা দ্রুতগামি একটি মোটরসাইকেল তার মেয়েটিকে ধাক্কা দিয়ে দ্রত পালিয়ে যায়। এ সময় তার মেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় মারাত্বক আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষনিকভাবে পথচারীরা তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে শিমুর মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, গত বছরও একই স্থানে সড়ক দুর্ঘটনায় নাজমা নামে এক মেয়ে মারা যায়। নিহত নাজমা উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। এলাকাবাসি গোপিনাথপুর মোড়ে একটি গতিরোধ নির্মানের দাবি জানিয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com