Home
 
কলারোয়ায় নতুন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার
আজকের কলারোয়া - 24/08/2015
কলারোয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন উত্তম কুমার রায়। রোববার তিনি অফিসে এসে যোগদান করে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। নবাগত ইউএনও এর আগে কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি প্রথম কলারোয়ায় যোগদান করেছেন বলে জানা গেছে। এদিকে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার অনুপকুমার তালুকদার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী হয়েছেন বলে জানা যায়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com