Home
 
ভাষাসৈনিক শেখ আমানুল্লাহ’র
দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা

আজকের কলারোয়া - 24/08/2015
কলারোয়ায় কিংবদন্তী শিক্ষক নেতা ভাষা সৈনিক প্রয়াত শেখ আমানুল্লাহ’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী যথাযত মর্যাদায় পালনের লক্ষে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক অধ্যক্ষ আলহাজ্ব ইউনুচ আলী, প্রধান শিক্ষক অবসর প্রাপ্ত আব্দুর রউফ, শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, বাবশিস’র সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, শিক্ষক দীপক শেঠ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ক.পা.ই সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রকীব, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এটিএম রুহুল কুদ্দুস, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রমুখ। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বাকশিস, কলারোয়া প্রেসক্লাব, মাদরাসা শিক্ষক সমিতি, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট ও বাজার ব্যবসায়ী সমিতি যৌথভাবে দেশবরেণ্য শিক্ষক নেতা প্রয়াত শেখ আমানুল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করার সিদ্বান্ত গৃহীত হয়। এ উপলক্ষে অনুষ্ঠানটি আগামী ৩১ আগস্ট বিকেল ৪টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত, হবে। উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট বার্ধক্যজনিত কারণে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com