Home
 
কলারোয়ায় হজ্বযাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া
আজকের কলারোয়া - 24/08/2015
ত্বহা হজ্ব কাফেলার মেহমান হিসাবে এ বছর পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে সাতক্ষীরার কলারোয়ায় হজ্বযাত্রীদের এক বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যোহর নামাজের পর উপজেলা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে আলোচনা করেন এবং উপস্থিত ছিলেন ত্বহা হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব আমিরুল ইসলাম বিলালী, আলহাজ্ব আ: সালাম কাশেমী, ইসলামী ব্যাংকের কলারোয়া শাখা ম্যানেজার আবুল হোসেন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ, আলহাজ্ব অধ্যক্ষ ইউনুচ আলী. আলহাজ্ব এটিএম রুহুল কুদ্দুস, আলহাজ্ব লিয়াকত আলী, আলহাজ্ব আবুল হাসান, আলহাজ্ব আওরঙ্গজেব, আলহাজ্ব রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুস সাত্তার, গোফরান, আ: মালেক মুহুরী, মাওলানা কামরুল ইসলাম, রজিবুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, এ বছর ত্বহা হজ্ব কাফেলার মেহমান হিসাবে ১২২ জন হজ্বযাত্রী পবিত্র হজ্বব্রত পালন করার উদ্দেশ্যে পবিত্র মক্কা শরিফ যাচ্ছেন। ২১আগস্ট শুক্রবার ওই সকল হজ্বযাত্রীরা বিমানযোগে পবিত্র হজ্বের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান ত্বহা হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব আমিরুল ইসলাম বিলালী।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com