|
কলারোয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাস্টার মিজানুর রহমান বিএসসি’র দাফন সম্পন্ন
আজকের কলারোয়া -
24/09/2015
কলারোয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও ৭নং চন্দনপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার মিজানুর রহমান বিএসসি’র দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পরিচালনা করেন মাওলানা গোলাম কুদ্দুস। এ সময় উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোডের্র সাবেক কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক বজলুর রহমান, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বজলুল করিম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যক্ষ রইচউদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদ, পৌর বিএনপি’র সা.সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, , সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম সহিদুল, স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাক্তার রমজান আলী, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা প্রভাষক সাহাদাৎ হোসেন, ইউনিয়ন বিএনপি’র সা.সম্পাদক আশলাফুজ্জামান মন্টু, বিএনপি নেতা হেলাল আনসারী, যুবদল নেতা আ.ব.ম সাইফুল্লাহ, ইউনিয়ন আ’লীগের সা.সম্পাদক মফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক আলহাজ্ব রুস্তম আলীসহ মরহুমের সহকর্মীবৃন্দ ও শত শত শিক্ষার্থীরা। পরে মরহুমের পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়। উল্লেখ্য মঙ্গলবার বেলা ১২ টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
|