|
কলারোয়ায় শতবর্ষী রশীদ খতিবের ইন্তেকাল
আজকের কলারোয়া -
24/09/2015
কলারোয়ায় চন্দনপুর ইউনিয়নের বিশিষ্ট খতিব আলহাজ্ব আব্দুর রশীদ ইন্তেকাল করেছেন (ইন্না———–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।
বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে হিজলদী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিতকারণে তিনি মারা যান। তিনি হিজলদী জামে মসজিদে একটানা ৫৯ বছর খতিবের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আছর বাদ হিজলদী ঈদগাহ ময়দানেমরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজ পরিচালণা করেন বুঝতলা মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল হাই। এ সময় উপস্থিত ছিরেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, আলহাজ্ব মাস্টার আব্দুল করিম, আ’লীগ নেতা আনোয়ার হোসেন, ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি, বিএনপি নেতা আব্দুর রহমান প্রমুখ।
|