Home
 
কলারোয়ায় শতবর্ষী রশীদ খতিবের ইন্তেকাল
আজকের কলারোয়া - 24/09/2015
কলারোয়ায় চন্দনপুর ইউনিয়নের বিশিষ্ট খতিব আলহাজ্ব আব্দুর রশীদ ইন্তেকাল করেছেন (ইন্না———–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে হিজলদী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিতকারণে তিনি মারা যান। তিনি হিজলদী জামে মসজিদে একটানা ৫৯ বছর খতিবের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আছর বাদ হিজলদী ঈদগাহ ময়দানেমরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজ পরিচালণা করেন বুঝতলা মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল হাই। এ সময় উপস্থিত ছিরেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, আলহাজ্ব মাস্টার আব্দুল করিম, আ’লীগ নেতা আনোয়ার হোসেন, ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি, বিএনপি নেতা আব্দুর রহমান প্রমুখ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com