|
কলারোয়ার দেয়াড়া ইউনিয়নেভিজিডি ও ভিজিএফের চাল বিতরণ
আজকের কলারোয়া -
24/09/2015
কলারোয়ার ১১ নং দেয়াড়া ইউনিয়নের দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিডি ও ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার দিনভর স্থানীয় খোরদো বাজারস্থ ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করা হয়। মাথাপিছু ৩০ কেজি করে ১৮৮ জনের মাঝে ভিজিডি ও মাথাপিছু ১০ কেজি করে ১২৪২ জন ভিজিএফ কার্ড ধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল মান্নান, ইউপি সচিব মনোতোষ কুমার,ইউপি সদস্য বাবরালী মধু, রফিকুল ইসলাম মিলন, আহম্মদ আলী, আতিয়ার রহমান,স্বপ্নতারা, ছকিনা খাতুন, নাছিমা খাতুন প্রমুখ। - See
|