Home
 
কলারোয়ায় আইজিপি কাপ যুব কাবাডী প্রতিযোগিতা
আজকের কলারোয়া - 24/09/2015
কলারোয়ায় আইজিপি কাপ (অনুর্ধ্ব-২১) যুব কাবাডী প্রতিযোগিতার সোনাবাড়িয়া জোনের বাছাই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে কলারোয়া থানার আয়োজনে উপজেলার সোনাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই জোনে অনুষ্ঠিত মোট ৬টি খেলা উপভোগ করেন সাতক্ষীরার এ এস পি সদর সার্কেল আনোয়র সাঈদ, এ এস পি হেড কোয়াটার মেহেদী হাসান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম,স্থানীয় ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এম এ কালাম, ভুট্রোলাল গাইন,মোয়াজ্জেম হোসেন, স.ম মোরশেদ আলী, এ্যাড.শেখ কামাল রেজা, জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউপি সদস্য মনিরুল ইসলাম,মফিজুল ইষলাম, শহিদুল আলম, প্রভাষক আরশাদ আলী, কার্তিক চন্দ্র মিত্র। খেলাগুলো পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, রেজাউল করিম লাভলু, আব্দুল্লাহ আল মামুন, মাস্টার অনুপ কুমার ঘোষ. নাজমুল হাসনাঈন মিলন, অফিসিয়াল স্কোরের দায়িত্ব পালন করেন মাস্টার আব্দুল ওহাব মামুন, জাহাঙ্গীর হোসেন,স্বপন কুমার চৌধুরী। সোনাবাড়িয়া জোন থেকে উপজেলা পর্যায়ে খেলার যোঘ্যতা অর্জন করেন চন্দনপুর ইউনিয়ন পরিষদ ও লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ। আজ শনিবার কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল মাঠে দুপুর ২ টায় উপজেলা পর্যায়ে সেমি ফাইনাল ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ধারা ভাষ্যে ছিলেন-প্রভাষক রফিকুল ইসলাম ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com