|
সীমান্তে পাচারের কবল থেকে দুই যুবতী উদ্ধার
আজকের কলারোয়া -
24/09/2015
কলারোয়ায় সীমান্তে ভারতে পাচারের কবল থেকে দুই যুবতীকে উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় পাচারকারীকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত দুই যুবতী হলেন-চাঁদপুর সদর উপজেলার গাজিস্কুল গ্রামের মুনীর হোসেনের মেয়ে সাদিয়া খাতুন (২০) ও ঢাকা সাভারের হেমায়েতপুর ঋষিপাড়া এলাকার রিপন হোসেনের মেয়ে রিফাত আরা (১৮)।
তলুইগাছা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার হায়দার আলী জানান,মঙ্গলবার গভীর রাতে তার নেতৃত্বে উপজেলার সীমান্ত এলাকায় টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্তবর্তী চারাবাড়ি এলাকায় সোনাই নদীর তীরে পাচারকারীরা দুই যুবতীকে নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে দাড়িয়ে আছে। পরে তার নেতৃত্বে ওই স্থান থেকে ভারতে পাচারের কবল থেকে দুই যুবতীকে উদ্ধার করেন। তবে পাচারকারীরা বিজিবির উপস্থিতিটের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কলারোয়া থানায় একটি পার্সপোট আইনে মামলা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।
পার্সপোট আইনে মামলার ব্যাপারে সুবেদার হায়দার আলীর নিকট জানতে চাইলে তিনি জানান, কোন পাচারকারীকে আটক করতে না পারায় উদ্ধারকৃত দুই যুবতীর বিরুদ্ধে পার্সপোট আইনে মামলা হয়েছে।
|