|
কলারোয়ায় ফেনসিডিল ও গাঁজাসহ ৪ ব্যক্তি আটক
আজকের কলারোয়া -
24/09/2015
কলারোয়ায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল ও গাঁজাসহ ৪ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার সুলতানপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে ইয়াছিন আলী একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দীন,মাহমুদপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে হাসানুজ্জামান হাসান, পৌর সদরের ওসমান আলীর ছেলে ওয়ারেন্ট ভুক্ত আসামী শওকত হোসেন।
কলারোয়া থানার এস আই আব্দুল আহাদ জানান ,বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার মাহমুদপুর গ্রামের হাসানুজ্জামানের বাড়িতে ভারতীয় ফেনসিডিল বিক্রির উদ্যোশে রেখেছে। পরে তার নেতৃত্বে ওই বাড়ি থেকে সঙ্গীয় পুলিশ সদস্যরা হাসানুজ্জামানকে ৫১ বোতল ফেনসিডিসহ আটক করেন। অপরদিকে থানার এস আই সুব্রত বিশ্বাস জানান, গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার কাজীরহাট কলেজ মাঠে কয়েকজন ব্যক্তি গাঁজা সেবনসহ ক্রয়-বিক্রয় করছে। পরে তার নেতৃত্বে ওই স্থান থেকে ৫ পুরিয়া গাঁজাসহ ইয়াসিন ও আলাউদ্দীনকে আটক করেন। এ ব্যাপারে কলারোয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।
|