Home
 
কলারোয়ায় মহিলা যুব কাবাডী
কাজীরহাট বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

আজকের কলারোয়া - 24/09/2015
কলারোয়ায় আইজিপি কাপ(অনুর্ধ্ব-২১) যুব কাবাডী প্রতিযোগিতার ফাইনাল খেলায় কাজীরহাট বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হযেছে । শনিবার সকাল ১০ টা কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও কাজীরহাট বালিকা বিদ্যালয়। কলারোয়া থানার আয়োজনে এ প্রতিযোগিতা কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলকে ৮ পয়েন্টে হারিয়ে কাজীরহাট বালিকা বিদ্যালয় চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা উপভোগ করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, থানার এএস আই কামরুজ্জামান জিয়া, এ্যাড.শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব,শামসুর রহমান,সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com