Home
 
কলারোয়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল
ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজকের কলারোয়া - 13/08/2016
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলারোয়ায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা সোয়া ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ২০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শেখ রাসেল ডিজিটাল ল্যাব কার্যক্রমের উদ্বোধন করেন। কলারোয়া উপজেলায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো, কলারোয়া জিকেএমকে মডেল পাইলট হাইস্কুল, কলারোয়া আলিয়া মাদ্রাসা ও শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, সাবেক অধ্যক্ষ ইউনুচ আলী, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, কেন্দ্রীয় আ’লীগের উপ-সম্পাদক আ,হ,ম তারেক উদ্দিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও আ.লীগ নেতা, কর্মিরা।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com