|
নসিমনের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত
আজকের কলারোয়া -
13/08/2016
কলারোয়া পৌরসদরের মেইন রোডে নছিমনের ধাক্কায় তুলশীডাঙ্গা গ্রামের মৃত্যু শামছুর রহমানের ছেলে আজিজুর রহমান (৫৫)নামের এক অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক গুরুতর আহত অবস্থায় যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন(ইনাœইল্লাহ........রাজিউন).।মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি কলারোয়া উপজেলার বামনখালীর হাই- স্কুলের স্বনামধন্য বি এস সি শিক্ষক ছিলেন। গতকাল শুক্রবার জুম্মাবাদ কলারোয়া উপজেলা মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় । নারায়নপুর গ্রামে শ্বাশুালয়ে দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকেপারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
|