Home
 
কলারোয়ায় স্কুল শিক্ষিকার আতœহত্যা
আজকের কলারোয়া - 13/08/2016
কলারোয়ায় এক স্কুল শিক্ষিকা আতœহত্যা করেছে। সোমবার বেলা আড়াই টার দিকে কলারোয়া পৌর সদরের আট নং ওয়ার্ডের মুরারীকাটি গ্রামের নিজ পাঁচ তলা ভবনের চতুর্থতলার বেড রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুল শিক্ষিকার নাম রাফিজাবানু (৫২)। তিনি পার্শ্ববর্তী শ্রীপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। রাফিজাবানুর স্বামী মো: আব্দুর রব কলারোয়া জিকেএমকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর মেয়ে রিনি খাতুন উপজেলার লোহাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছেলে রিফাত হোসেন তার বাবার স্কুলের নবম শ্রেনীর ছাত্র। মো: আব্দুর রব জানান, সকালে নাস্তা খেয়ে বাসা থেকে স্বামী স্ত্রী দুইজন স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যান। ছেলে রিফাত স্কুল থেকে বাসায় ফিরে বেড রুমের সিলিং ফ্যানের সাথে তার মাকে ঝুলে থাকতে দেখে চিৎকার করলে অন্য ফ্লাটের ভাড়াটিয়ারা এসে রাফিজাবানুকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। এসময় কর্তব্যরত ডাক্তার শফিকুল ইসলাম তাকে মৃত বলে ঘোষনা করেন। কি কারনে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছে তা তিনি জানেন না। তবে বেশ কিছু দিন যাবত তার স্ত্রী মানষিক রোগে ভূগছিলো। চরম হতাশা থেকে এধরনের ঘটনা ঘটাতে পারে বলে তার ধারনা। মো: আব্দুর রবের ভাইপো কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজের প্রভাষক রফিকুল ইসলাম জানান, তার চাচী গত চার পাঁচ মাস ধরে মানষিক রোগে আক্রান্ত। বর্তমানে চিকিৎসাও চলছে। যে কোন ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে এমন আশংঙ্খায় তার কাছে বাসার চাবিও রাখা হয়না।বাসার চাবি নিয়ে সে আগেই স্কুলে বেরিয়ে যায়।তিনি কলারোয়া শ্রীপতিপুর মডেল সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা।তার সহকারী শিক্ষকদের কাছে বাসা থেকে খেয়ে আসার কথা বলে বাসায় চলে আসে। পরে সে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহনন করে। এ বিষয়ে কলারোয়া থানা পুলিশ জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য হাসপাতাল মর্গে পঠানো হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com