Home
 
রাস্তায় অবৈধ গাড়ি পার্কিং, দূর্ঘটনার শিকার
স্কুল শিক্ষার্থীসহ সাধারণ মানুষ

আজকের কলারোয়া - 13/08/2016
কলারোয়ার অতি গুরুত্বপূর্ণ রাস্তা সমূহে ট্রাক, নসিমন, করিমন, একাধিক কোম্পানীর পণ্য সরবরাহের গাড়িসহ বিভিন্ন যানবাহনের অবৈধ পার্কিংয়ে জনসাধারনের চলাচলে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সাথে হাইস্কুল ফুটবল মাঠের শহীদ মিনারের পার্শ্ববর্তী রাস্তায় নিয়মিত ভাবে ট্রাক রেখে পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টি করছে এক শ্রেণির পরিবহন শ্রমিকরা। এর ফলে যশোর-সাতক্ষীরা সড়ক থেকে কলারোয়া বাজারে প্রবেশের গুরুত্বপূর্ণ ওই সড়কটিতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা। ওই স্থানের কয়েক গজের মধ্যে রয়েছে একটি বড় শিশু শিক্ষা কেন্দ্র ‘কলারোয়া শিশু ল্যাবরেটরী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়।’ এই বিদ্যালয়ের ছোট-ছোট বাচ্চারা যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে। যেখানে অবৈধ পার্কিং করে রাখা হয় ট্রাক,পিকআপসহ বিভিন্ন গাড়ি। তাছাড়া বাজারের মধ্যে এবং ব্রিজের মুখে সময় অসময়ে বড় বড় ট্রাক রেখে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মালামাল উঠানো নামানো হয়। যেগুলো বেধে দেওয়া একটি নির্দিষ্ট সময়ে করলে জনদূর্ভোগ কমানো যায়। এছাড়া শুক্র-সোমবারে পশুহাটের গরু উঠানো বা নামানোর নিদিষ্ট বিট না থাকায় এ সমস্যার সম্মুখেনী হতে হচ্ছে। ফলে রাস্তায় উপর ট্রাক রেখে অবাধে গরু উঠা নামা করে। গরুর মলমূত্র রাস্তায় পড়ে একদিকে পরিবেশ দুষিত হচ্ছে ও দূর্ঘটনায় শিকার হতে হচ্ছে অনেকের। এ বিষয়ে উপজেলা আইন শৃ্খংলা রক্ষা কমিটির মাসিক সভায় একাধিকবার আলোচনা করা হলেও দৃশ্যমান কোন পদক্ষেপ আজও নজরে আসেনি। তাই জরুরী ভিত্তিতে পৌরসদরের গুরুত্বপূর্ণ রাস্তায় অবৈধ পার্কিং বন্ধের পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগিসহ সাধারণ পথচারী ও শিশুদের অভিভাবকবৃন্দরা যানযাট মুক্ত রাখতে উদ্ধতন্ত কর্মকর্তার দৃষ্টি আর্কষন করে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com