Home
 
কলারোয়ায় পিটিয়ে এক আ.লীগ নেতার হাত
ভেঙ্গে দিয়েছে ইউপি চেয়ারম্যান

আজকের কলারোয়া - 13/08/2016
কলারোয়ায় আ.লীগ নেতা ও কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বিরুদ্ধে এক আ.লীগ কর্মিকে মারপিট করে হাত ভেঙ্গে দেয়ায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জমি জমা সংক্রান্ত বিরোধ মিমাংসার জন্য ডাকা এক শালিশ বৈঠকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিত আ.লীগ কর্মি শুক্রবার কলারোয়া থানায় মামলা দায়ের করেন। বর্তমানে তিনি কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উপজেলার কেড়াগাছি ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বোয়ালিয়া গ্রামের আব্দুল হামিদ জানান, প্রতিবেশীদের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ সৃষ্টি হওয়ায় তিনি গত বুধবার একই গ্রামের মৃত, মফেজ উদ্দীর গাজীর ছেলে মুনসুর, কওসার ও শওকাত গাজীর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করার সময় স্থানীয় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এ বিষয়টি তিনি নিজে আপোষ মিমাংসা করে দেবেন বলে দায়িত্ব নেন। এনিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের উপস্থিতিতে উপজেলার বোয়ালিয়া বাজারে এক শালিস বৈঠক ডাকা হয়। শালিস বৈঠক চলাকালে দাবি নিয়ে দুই পক্ষের কথা কাটা কাটি শুরু হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পযায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শালিসে উপস্থিত শতাধিক লোকের সামনে ইউপি চেয়ারম্যান লাঠি দিয়ে পিটিয়ে আব্দুল হামিদের বাম হাত ভেঙ্গে দেয়। পরে ইউপি চেয়ারম্যান উপস্থিত জনতার উদ্দেশ্যে আজকের শালিস এখানে সমাপ্ত করা হলো বলে তিনি বাসায় চলে যান। আহত অবস্থায় রাতে আব্দুল হামিদকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে থানায় মামলা দায়ের করা হলে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে জানান। এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন এড়িয়ে বলেন, সে খারাপ লোক, শালিসের সিদ্ধান্ত মানে না। এছাড়া নির্বাচনের সময় সে আমার সাথে বেয়াদবী করেছিলো। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম মামলা হওয়ার ঘটনাটি সত্যতা নিিিশ্চত করে জানান এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা (নং ৪) হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com