Home
 
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা উপবৃত্তির
মান উন্নয়নে সংলাপ

আজকের কলারোয়া - 16/08/2016
মঙ্গলবার সকাল ১০টায় কলারোয়ায় হতদরিদ্র জনগণের সামাজিক সুরক্ষার প্রাপ্যতা নিশ্চিত করণ প্রকল্পের আওতায় মাধ্যমিক শিক্ষা উপবৃত্তির মান উন্নয়নে উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অগ্রগতি সংস্থার স্পীচ প্রকল্প অফিসে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ। এসময় অন্যন্যেদের মধ্যে উপজেলা পর্যায়ে সংলাপে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, অধ্যক্ষ আবির হোসেন বিলাল, শিক্ষক আব্দুল আলিম, শেখ নুরুল্লাহ, ওমর ফারুক, আঃ গণি, সমির কুমার মিত্র, শেখ জাহিদুল ইসলাম, জেসমিন নাহার বিউটি, নয়ন রঞ্জন মজুমদার, জুলফিকার আলী, প্রকল্প সমন্বয়কারী শেখ আহসানুল ইসলাম, এমডিও আশরাফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মহিব্বুল হক, আবু বকর সিদ্দিক প্রমুখ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com