|
লারোয়ার বিবিআরএনএস ইউনাইটেড মাধ্যমিকবিদ্যালয়ে দু’দিন ব্যাপী জাতীয় শোক
আজকের কলারোয়া -
16/08/2016
কলারোয়ার বুঝতলা বিবিআরএনএস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে ২দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বুঝতলা বিবিআরএনএস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যাললয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আহসান কবীর টুটুলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বুঝতলা বিবিআরএনএস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক উয়াসেস আলী সিদ্দিক,কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রনি, সহকারী শিক্ষক আলমগীর আজাদ, জুলফিকার আলী জিন্নাহ, রবিন কুমার ঘোষ, মশিয়ার রহমান, ইউনুস আলী, বনি আমিন, আনোয়ারুল ইসলাম, মহিদুল ইসলাম, অবসার প্রাপ্ত হাবিলদার বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম,এ্যাড শেখ কামাল রেজা,শিক্ষার্থী রুমানা খাতুন, সাকীব সিদ্দিক,রাফীদ হাসান, হাফিজুল ইসলাম, আঃ মান্নান,ইউপি সদস্য নুরুল ইসলাম, রহিম বাবলু, লিয়াকাত আলী, রেজাউল করিম, ওলিয়ার রহমান, ইমাম খাঁ, ইউনিয়ন যুবলীগনেতা নয়ন হোসেন, সুমন গাজী প্রমুখ।
|