|
কলারোয়ায় সকলের প্রিয় বাবর আলী চাচা আর নেই
আজকের কলারোয়া -
16/08/2016
কলারোয়ায় সকলের প্রিয় বাবর আলী চাচা আর নেই। তিনি রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না........রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো(৮৩)বছর। তিনি মৃত্যুকালে এক স্ত্রী,২ছেলে,৩কন্যাসহ অসংখ্যা আতœীয় স্বজন রেখে গেছেন। সোমবার মরহুমার পারিবারিক কবর স্থান লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামে জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে।
|