Home
 
কলারোয়ায় বোরো চাল সংগ্রহের উদ্বোধন
আজকের কলারোয়া - 17/08/2016
কলারোয়া খাদ্য গুদামে বোরো মৌসুমের চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯ টায় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় এ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কার ছিদ্দিক, কলারোয়া রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি এস.এম জাকির হোসেন, পুটুনি ভাই ভাই রাইচ মিলের স্বত্তাধীকারী আব্দুল লতিফ, শ্রীপতিপুর রাফিদ রাইচ মিলের স্বত্তাধীকারী আব্দুর রব, আরশাফুল ইসলাম প্রমুখ। কলারোয়া খাদ্য গুদাম সূত্র জানায়, এ বছর কলারোয়া উপজেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৪’শত ৫০ মেট্রিকটন এবং এ সংগ্রহ অভিযান চলবে আগামি ১লা সেপ্টম্বর পর্যন্ত। এ বছর প্রতিকেজি চালের মূল্য নির্ধারন করা হয়েছে ৩২ টাকা জানাগেছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com