|
আটক বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বি
আজকের কলারোয়া -
23/09/2016
কলারোয়া সীমান্তে দুই দেশের সীমান্ত পর্যায়ে পতাকা বৈঠকের পর এক বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। গত বৃহস্পতিবার দুপুর ১২ টায় কলারোয়া সীমান্তের সোনাবাড়ীয়া মেইন পিলার ১৩/৩ এসএর ৮ আরবি‘র নিকট আটককৃত ব্যক্তিকে হস্তান্তর করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, বাগেরহাট জেলার শরনখোলা থানার উত্তর কান্তকাটা গ্রামের মোহাম্মদ আলী কাজীর ছেলে সেলিম কাজী (২২)।
কলারোয়ার মাদরা ক্যাম্পের নায়েক মোঃ মোক্তারুজ্জামান জানান, গত তিন দিন আগে ভারতের বিথারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা সন্দেহজনক অবস্থায় তাকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায়। বিজিবি তাতে সাড়া দিয়ে দুই দেশের সীমান্ত পর্যায়ে বৈঠক করে। শান্তিপূর্ন বৈঠকের পর আটককৃত ব্যক্তিকে বিজিবি‘র নিকট হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার সকালে বিজিবি সদস্যরা তাকে কলারোয়া থানায় হস্তান্তর করে।
কলারোয়া থানার অফিসার ইন চার্জ এমদাদুল হক শেখ জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে মামলা (নং-২৫) দায়ের পূর্বক শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
|