|
কলারোয়া সীমান্তে চা পাতাসহ এক চোরাচালানী আটক
আজকের কলারোয়া -
23/09/2016
বিজিবি সদস্যরা ভারতীয় চা পাতা সহ এক চোরাচালানীকে আটক করেছে। উপজেলার মাদরা বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ বাদল শিকদার জানান, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টায় মাদরা সীমান্তের সোনাই নদীর তীরে একদল চোরাচালানীকে ধাওয়া করা হয়। এসময় কয়েকজন পালিয়ে যেতে পারলেও উপজেলার পূর্ব ভাদিয়ালী গ্রামের দস্তর আলীর ছেলে মোঃ আজহারুল ইসলাম (২৮)কে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি বস্তায় তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় ৩৫ কেজি ভারতীয় চা পাতা।
পরে আটককৃত ব্যক্তিকে চা পাতাসহ কলারোয়া থানায় সোপর্দ করা হয়। উদ্ধারকৃত চা পাতার আনুমানিক মূল্য ১৪,০০০ টাকা।
কলারোয়া থানার অফিসার ইন চার্জ এমদাদুল হক শেখ জানান, আটককৃত চোরাচালানী আজহারুল ইসলামের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা (নং-২৭) দায়ের করা হয়েছে। ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ২৫বি(২) ধারায় দায়েরকৃত মামলায় আজহারুলের সহযোগী একই গ্রামের আজমাইল সরদারের ছেলে আরশাদ উল্লাহ(২৫), মাহবুববর রহমানের ছেলে আসাদুল(২২), দাউদ মিয়ার ছেলে সোহাগ মিয়াকে আসামী করা হয়েছে।
|