Home
 
কলারোয়ায় দুই যুবককে আটকের পর ছেড়ে দেয়া
প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ

আজকের কলারোয়া - 24/09/2016
কলারোয়ায় পুলিশের হাতে আটক ও পরে মুক্তি শিরনামে প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ করেছেন থানার এএসআই রুবেল হোসেন। এক প্রতিবাদ বিবৃতিতে তিনি জানান, গত বৃহস্পতিবার শরিফুল ইসলাম (২৮) ও আমানুল্লাহ (২৪) নামে দুই দুই যুবকে কাছে গাজা আছে এমন গোপন খবরের ভিত্তিতে টহলরত পুলিশ সদস্যরা আটক করে। পরে তাদের দেহ তল্লাশী ও জিঞ্জাসাবাদ করে প্রমান না পাওয়ায় ছেড়ে দেয়া হয়। এঘটনায় থানা পুলিশের ভাবমুর্তি নষ্ট করার জন্য একটি মহল মোটা অংকের টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে সংবাদ কর্মীদের কাছে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করায়। অফরদিকে আটককৃত ব্যক্তিরা সংবাদ কর্মীদের কাছে টাকা প্রদানের কথাও অস্বীকার করে জনান, তাদেরকে হয়রানী করা হয়নি। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হকও বিষ্ময় প্রকাশ করে বলেন, থানা পুলিশ কাউকে অহেতুন হয়রানী করার জন্য আটক করেনা। তবে কখনো কখনো মিথ্যা অভিযোগও পাই যা তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়। পুলিশ জনগনের বন্ধু তাই মিথ্যা অভিযোগে কেউ যাতে হয়রানীর শিকার না হয় সেজন্য থানার সকল পুলিশ সদস্যদের সতর্ক করা হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com