|
গাইড বই থেকে এসএসসির প্রশ্ন !
আজকের কলারোয়া -
05/03/2017
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার বিজ্ঞান সৃজনশীল ১১টি উদ্দীপকের মধ্যে চারটি উদ্দীপক সরাসরি রয়েল গাইড থেকে উঠিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাবাড়ীয়া হাইস্কুলের এক এসএসসি পরীক্ষার্থীর বাবা আনারুল ইসলাম সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
তিনি অভিযোগে বলেন, ‘এসএসসি, এইচএসসির মতো পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র কোনো গাইড থেকে উঠিয়ে দেওয়া যাবে না বলে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। অথচ যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠানরত এসএসসির গত ২২ ফেব্রুয়ারির বিজ্ঞান (সৃজনশীল) পরীক্ষার ১১টি উদ্দীপকের মধ্যে ৩, ৯, ১০, ১১ দাগসহ মোট চারটি উদ্দীপক সরাসরি রয়েল গাইড থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। যাতে প্রত্যেক দাগের উদ্দীপকসহ গ ও ঘ দাগের প্রশ্নের হুবহু মিল আছে।’
তিনি আরো বলেন, ‘যে শিক্ষক এই বিষয়ের প্রশ্ন করেছেন তিনি যশোর শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন করেছেন। যে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় প্রতিটি স্কুল-কলেজের শিক্ষকদের কঠোর নির্দেশ দেন, যাতে কোনো গাউড বই পড়ানো না হয়, সেই কর্তৃপক্ষ যদি পাবলিক পরীক্ষায় ওই ধরনের গাইড বই থেকে সরাসরি প্রশ্ন উঠিয়ে দেন, তাহলে ছাত্র-ছাত্রীরা পাঠ্যবই না গাইডবই না কেন?’
এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসায় প্রকারান্তরে গাইড বই এবং নোট বই কেনায় উৎসাহিত করা হচ্ছে বলে অভিমত প্রকাশ করেন সচেতন ওই অভিভাবক।
এ ব্যাপারে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল আলিম বলেন, ‘এই প্রশ্ন যশোর শিক্ষা বোর্ডের অধীনে তৈরি নয়। তারপরেও অভিযোগের বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।’
|