Home
 
কলারোয়ায় উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে উপ-নির্বাচন
আজকের কলারোয়া - 05/03/2017
আগামী ৬ মার্চ সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান উপ-নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহুর্তে বিরাজ করছে উৎসব আমেজ আর আনন্দ। মোট কথা কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচন জমে উঠেছে। আর এ নিবার্চন ঘিরে পৌরসদরসহ উপজেলার ১২টি ইউনিয়নে আ’লীগের মনোনীত প্রার্থী আরাফাত হোসেন ও আওয়ামী যুবলীগের আরেক স্বতন্ত্র প্রার্থী কাজী শাহাজাদা’র প্রচার প্রচার-প্রচারণা জমে উঠেছে। চলছে নির্বাচনী পথসভা ও মতবিনিময়। পৌর সদরসহ উপজেলা ব্যাপী ছেয়ে গেছে টাঙ্গানো পোষ্টার আর ব্যানারে। দুপুর দুইটার পর থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীদের মাইকে প্রচার প্রচারনায় মুখোরিত কলারোয়া। সার্বক্ষনিক প্রার্থীরা সময় পার করছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের নিকট প্রতিশ্র“তি দিচ্ছেন এবং নিজ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। এমনকি বসে নেই প্রার্থীদের সহধর্মিনী সহ আত্মীয়-স্বজন ও কর্মী সমর্থকরা। উপজেলার ৬৭টি কেন্দ্রে পুরুষ ৮৯৭৯৬ ভোট এবং নারী ৯২৪৩৩ ভোট মোট ১ লাখ ৮২ হাজার ২২৯ ভোটারদের মধ্যে কে হবেন সেই সৌভাগ্যবান উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সেটাই এখন আলোচিত হচ্ছে পৌর সদরসহ উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রাম গঞ্জের বিভিন্ন চায়ের দোকান, মোড়সহ সর্বত্র। জয় পরাজয় থাকবেই, তবুও কেউ বসে থাকে না, সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন সবারই থাকে। তাই উপজেলা বাসীর মন জয় করতে রাত-দিন ঘুরে বেড়াচ্ছেন আ’লীগের দলীয় প্রার্থী ও স্বতন্ত্র এ দুই প্রার্থী। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গেলে জানা যায়, কলারোয়া উপজেলায় বিএনপি-জামায়াতের ভোটার সংখ্যা বেশী। কিন্তু বিএনপি-জামায়াত থেকে কেউ প্রার্থী হয়নি। বিধায় বিএনপি-জামায়াত এ ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে কিনা-জানতে চাইলে কেউ মুখ খুলছে না। বিধায় দুই প্রার্থীর মধ্যে কে জয়ের মুকুট পরবে তা বলা মুশকিল বলে মন্তব্য করেছেন সাধারণ ভোটাররা। এদিকে এ ভোটে যারা লড়ছেন তারা দুইজনই আ’লীগের প্রার্থী। আ’লীগের দলীয় প্রার্থী আরাফাত হোসেন নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আর আওয়ামী যুবলীগের আরেক স্বতন্ত্র প্রার্থী কাজী শাহাজাদা উড়োজাহাজ প্রতীক নিয়ে লড়ছেন। তবে আ’লীগের দলীয় কোন্দল থাকায় আ’লীগের সাধারণ নেতাকর্মীরা কাকে ভোট দিবেন সেটাও মুখ খুলছেন না তারা। সব মিলিয়ে বিএনপি-জামায়াত ভোটারা যে প্রার্থীর দিকে ঝুঁকবে সেই আগামী ৬ মার্চ উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে জয়ের মালা পরবেন বলে সাধারণ ভোটার ও সচেতন মহলের মন্তব্য। আ’লীগের দলীয় প্রার্থী কলারোয়া বাজার কমিটির সভাপতি জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন বলেন, তিনি জননেত্রী শেখ হাসিনার দেওয়া মনোনয়ন নিয়ে নৌকা প্রতীক নিয়ে ভোট লড়ছেন। তার সাথে জেলা আ’লীগের সভাপতি মুনছুর আহমেদ ও সাঃ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম ও উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনসহ সকল নেতৃবৃন্দ কাজ করছেন। তিনি জনগনের সুঃখে দুঃখে পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাই আগামী ৬ মার্চ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান। আর এ নির্বাচনে যদি ভোটাররা স্বাধীন ভাবে ভোটের মাঠে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে তিনি জয়ী হবেন বলে আশাবাদী। এদিকে আওয়ামী যুবলীগের স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা বলেন, তিনি প্রচার-প্রচারনায় পিছিয়ে নেই।। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ ও বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ভোট পাবেন। আগামী ৬ মার্চ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হলে তিনি জয়ের মালা পরবেন বলে বলে আশাবাদ ব্যক্ত করেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com