Home
 
কলারোয়া সীমান্তে সাড়ে ৯ কেজি রূপার গহনা উদ্ধার
আজকের কলারোয়া - 05/03/2017
কলারোয়া সীমান্তে চোরাচালানীদের তাড়া করে ভারতীয় সাড়ে ৯ কেজি রূপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি। শুক্রবার কলারোয়ার সীমান্তবর্তী রাজপুর গ্রামের একটি ধানের ক্ষেত থেকে এ রূপা উদ্ধার করা হয। রোববার সন্ধ্যায় মাদরা বিওপির ফিরোজ হোসেন জানান, হাবিলদার আবুল বাশারাতের নেতৃত্বে টহলকালে বিজিবি সদস্যরা শুক্রবার সকালে রাজপুর গ্রামের মাঠের মধ্যে এক ব্যক্তিকে ধাওয়া করেন। এ সময় একটি গামছা পেঁচানো পুটলি ফেলে সে পালিয়ে যায়। উদ্ধারকৃত রূপার ওজন নির্ণয় করা হয়েছে ৯ কেজি ৪শ গ্রাম। আনুমানিক মূল্য ধরা হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৮০ টাকা। উদ্ধারকৃত রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে জানান মাদরা বিওপির হাবিলদার আবুল বাশারাত।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com