Home
 
৬ মার্চ কলারোয়ায় উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা
আজকের কলারোয়া - 05/03/2017
উপজেলা পরিষদের সাধারণ ও উপনির্বাচন উপলক্ষে ১৪ উপজেলায় আজ সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের সুবিধার্থে ১৪ উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উপজেলাগুলো হলো- বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলা, সিলেট জেলার ওসমানী নগর উপজেলা, খাগড়াছড়ির গুইমারা উপজেলা, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলা, কুমিল্লার আদর্শ সদর উপজেলা, পাবনার সুজানগর ও ঈশ্বরদী উপজেলা, নাটোরের বড়াই গ্রাম উপজেলা, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা, নীলফামারীর জলঢাকা উপজেলা, সাতক্ষীরার কলারোয়া উপজেলা এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা। উল্লেখ্য, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যদি উক্ত তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারী সাধারণ ছুটির আওতা বহির্ভুত থাকবে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com