|
কলারোয়া উপজেল পরিষদ নির্বাচনআ,লীগের প্রার্থী আরাফাত বিজয়ী
আজকের কলারোয়া -
06/03/2017
কলারোয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরাফাত হোসেন ৩৯,৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা ৩২,২৭২ ভোট পেয়েছেন।
সোমবার (৬ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ফলাফল ঘোষণা করেন উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুল হাসান।
২০১৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ২০১৫ সালের ৩ ডিসেম্বর পদত্যাগ করেন। এতে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
|