|
কলারোয়ায় শিক্ষার্থী নির্যাতনের ঘটনায়প্রধান শিক্ষক গ্রেপ্তার
আজকের কলারোয়া -
19/04/2017
কলারোয়ায স্কুল ছাত্র নির্যাতনের ঘটনায় উপজেলার চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আনছার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বেলা তিন টার দিকে উপজেলার চন্দনপুর বাজারের তিন রাস্তা মোড় থেকে কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত ১৫ এপ্রিল একই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আশিককে বেধড়ক মারপিট করে গরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আশিকের খালা সাজেদা খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা (নং-৩৮) দায়ের করেন।
প্রধান শিক্ষক প্রেপ্তারের পর উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত জামাল উদ্দীন বিশ্বাসের মেয়ে সাজেদা খাতুন জানান, জন্মের পর থেকে তার বোনের ছেলে আশিকুজ্জামানকে তিনি লালন পালক করে আসছেন। আশিকের মা সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের একইটি হাসপাতালে চিকিৎসাধীন। আশিকও অসুস্থ। সে চন্দনপুর মাধমিক বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্র। আশিক গত ১৫ এপ্রিল সকালে দেরিতে স্কুলে যায়। এসময় স্কুলের পিওন বজলুর রহমান তাকে শ্রেনী কক্ষে যেতে বাধা দেয়। এ নিয়ে দু’জনের কথা কাটাকাটি হলে পিওন বজলুর রহমান আশিককে ধরে নিয়ে প্রধান শিক্ষক আনছার আলীর কক্ষে নিয়ে যায়। পিওনের সাথে তর্কবিতর্ক করায় প্রধান শিক্ষক আশিককে বেতের লাঠি দিয়ে বেদমভাবে মারপিট করে। লাঠির আঘাতে আশিক জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে তিনি (খালা) তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন। ঘটনার দিন তিনি (আহত স্কুল ছাত্রের খালা সাজেদা খাতুন) কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত আবেদন করেন এবং কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কলারোয়া থানা অফিসার্স ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চন্দনপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, উক্ত শিক্ষকের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা (নং-৩৮) রয়েছে।
|