|
কলারোয়ায় প্রতারক চক্রহাতিয়ে নিলো দুই ইউপি সচিবের বিকাশের টাকা
আজকের কলারোয়া -
19/04/2017
ডাচ বাংলা বিকাশের হেড অফিসের অফিসার পরিচয় দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় দুই ইউপি সচিবের ৬৬হাজার টাকা উঠিয়ে নিলো প্রতারক চক্র।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দুই ইউনিয়ন পরিষদের সচিবের কাছে ওই প্রতারক ০১৮৫৫৬৫৫৯০৩ নং থেকে মোবাইল ফোন করেন। বলা হয় আপনাদের একাউন্টে সমস্যা হয়েছে। ঠিক করতে এখুনি *৩২২*০*২*০*৯৫০০* দিয়ে পিন কোর্ড দিন। এভাবে তিন বার কল দিন। এরপরে দেখা যায় দুই ইউপি সচিবের একাউন্টের টাকা গায়েব হয়ে গেছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে কলারোয়া উপজলোর হেলাতলা ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম জানান, তার ৩৪হাজার টাকা ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের সচিব আনিছুর রহমানের ৩২হাজার টাকা প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে।
এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।
|