|
সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামীলীগের পথসভা অনুষ্ঠিত আগামী নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসন জয়ের আশ্বাস
আজকের কলারোয়া -
29/06/2017
সাতক্ষীরার শ্যামনগনে আওয়ামীলীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে । কৈখালী ইউনিয়নে এ পথসভা অনুষ্ঠিত হয়। ২৮ জুন কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম রেজাউল করিমের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টুংগীপাড়া পৌরসভার মাননীয় মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আঞ্চলিক যুদ্ধাপরাধী নির্মূল কমিটির কেন্দ্রীয় আহবায়ক, সাতক্ষীরার কৃতি সন্তান কামরুজ্জামান সোহাগ।
পথ সভায় প্রধান অতিথি বলেন, আমি শুধু মাত্র টুংগীপাড়ার মেয়র নই, আমি আপনাদের ভাই। তিনি বলেন, টুংগীপাড়ার মানুষ যেমন সুখে দুখেঃ আমাকে পাশে পেয়েছে, ঠিক তেমনি শ্যামনগরের মানুষও আমাকে পাশে পাবে। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন এই ঘোষেটি বেগম বার বার ষড়যন্ত্র করেই চলেছে, কিন্তু লাভ নেই, মনে রাখতে হবে, ঘোষেটি বেগমের দিন শেষ, এটা শেখ হাসিনার বাংলাদেশ। বিশেষ অতিথির বক্তব্যে কামরুজ্জামান সোহাগ বলেন, আজ শুধু শ্যামনগর নয় গোটা সাতক্ষীরার মানুষ অবহেলিত, সাতক্ষীরার ব্যাপক উন্নয়নে সরকার ও নিবেদিত প্রান আওয়ামী কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি প্রধান অতিথিকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনি জাতির পিতার শ্যালক, টুংগীপাড়ার মাননীয় মেয়র ও আমাদের সকলের শ্রদ্ধাভাজন মামা। আমরা আপনার সামনে দৃঢ় প্রত্যয় নিয়ে বলছি, ২০১৮ এর জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪ টি আসনই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবো ইনশাআল্লাহ্। কামরুজ্জামান সোহাগ তার বক্তব্যে আরো বলেন, হাইব্রিডরা যেভাবে আগাছার মতন জন্মাচ্ছে এখনই সময় তাদের কেটে ফেলার, এতে যেমন আওয়ামীলীগাররা ভালো থাকবে তেমনি দেশের জনগণ নিরাপদ থাকবে।
পথসভায় আরো উপস্থিত ছিলেন, টুংগীপাড়া আওয়ামীলীগেরর সাংগঠনিক সম্পাদক নওশের আলী, টুংগীপাড়া যুবলীগেরসাধারন সম্পাদক শেখ সুমন, টুংগীপাড়া সেচ্ছাসেবকলীগের ভাইস প্রেসিডেন্ট শেখ শামিমুল ইসলাম শামীম, শ্যামনগর থানা যুবলীগ, ছাত্রনেলীগ নেতৃবৃন্দ ।।
|